তাফসীরে জালালাইন
ঐতিহাসিক উর্দূ শরাহ কামালাইন ও জামালাইনের অনুকরণে “তাফসীরে জালালাইন” আরবি-বাংলা।
এতে রয়েছে: মূল মতন, সরল অনুবাদ, প্রতিটি রুকূ‘র সারসংক্ষেপ, রসমে উসমানী ও তাফসীরে জালালাইনের ইমলার ভিন্নতা, হাদীস-তথ্যসূত্র, তাহকীক ও তারকীব, আয়াত, সূরা ও রুকূ‘র পূর্বাপর যোগসূত্র, ঘটনাবলির পূর্নাঙ্গ বিবরণ, মাসাআলার বিবরণ, শানে নুযূল, ফাসাহাত-বালাগাত, উল্লিখিত স্থান, জনপদ ও জনগোষ্ঠীর মানচিত্র, পরীক্ষা-উপযোগী নমুনা প্রশ্ন।