কে বড় লাভবান
লেখক: আব্দুর রাযযাক বিন ইউসুফ
প্রকাশনায়: নিবরাস প্রকাশনী
বিষয়: ইসলামি আমল ও আমলের সহায়িকা
পৃষ্ঠা সংখ্যা: 260, কভার : পেপার ব্যাক
মানবজীবন এক অনন্ত সফরের নাম। রাহের জগৎ থেকে এর পরিভ্রমণের সচনা ।। দুনিয়া তার কর্মক্ষেত্র। বারযাখ (কবরজীবন) হলাে অন্তর্বর্তী সময়। আর আখেরাত হলো এর ফলপ্রাপ্তি ও উপভােগের সময়। কিন্তু এই অন্ত যাত্রায় প্রকতার্থে সফল। কে? মানুষের জন্য প্রকৃত সফলতাই বা কী? আপাতদৃষ্টিতে সম্পদের মালিক কিংবা ক্ষমতাধর ব্যক্তিকেই সফল মনে করা হয়। আবার পড়াশােনা, চাকরি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদিতে উন্নতি লাভ করাকেও মানুষ সফলতার মানদণ্ড হিসাবে বিবেচনা করে। আসলেই কি দুনিয়ায় বিশাল অর্থ-সম্পদের মালিকানা, চাকরি, ব্যবসা, প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতাই কি প্রকৃত সফলতা? এর বিপরীত হলেই কি তা ব্যর্থতা? সত্যি বলতে কি! দুনিয়াবী ব্যবসায় নয় বরং আল্লাহর সাথে ব্যবসায় লাভবান হওয়াই প্রকৃত সফলতা। ক্ষণস্থায়ী এই জীবনের পরবর্তী অনন্ত জীবনে যে ব্যক্তি বিজয়ী, সেই বড় সফলকাম, সেই বড় লাভবান। আর যে ব্যর্থ, সেই বড় বিফল, সেই বড় ক্ষতিগ্রস্ত। মহান আল্লাহ বলেন,
كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَآ إِلَّا مَتٰعُ الْغُرُورِ
‘প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই। আর কেয়ামতের দিন তােমাদের পরিপূর্ণ বিনিময় প্রদান করা হবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। এবং জান্নাত দান করা হবে সেই প্রকৃত সফলকাম। আর দুনিয়ার জীবন তাে ধোঁকা ছাড়া কিছুই নয়’ (আলে ইমরান, ১৮৫)। পরকালের অনন্ত জীবনে সফল হওয়ার সেই সুত্রগুলাে কী? আল্লাহর সাথে ব্যবসায় লাভবান হওয়ার সেই উপায়গুলাে কী? আল্লাহ ও রাসূল ৪৮ প্রদর্শিত সফলতার সেই সূত্র ও উপায়গুলাের সাথে পরিচয় করিয়ে দিতেই ‘কে বড় লাভবান’ এর প্রকাশ। বইটি পড়ন! জানুন! মেনে চলুন! প্রকৃত ব্যবসায় সত্যিকারের লাভবান হােন! |