আদর্শ নারী
লেখক: আব্দুর রাযযাক বিন ইউসুফ
প্রকাশনায়: নিবরাস প্রকাশনী
বিষয়: ইসলামে নারী
পরিবারকে সুন্দর করে ইসলামী আদর্শে গড়ে তোলার জন্য একজন নারী হচ্ছে মূল ভিত্তি।স্তম্প ছাড়া যেমন একটি ঘর শূন্য দাঁড়িয়ে থাকতে পারে না, তেমনি আদর্শ নারী ছাড়া আদর্শ পরিবারের আশা করা যাইনা। এজন্য নবী করিম (ছা:) স্বামী স্ত্রীকে সমানভাবে আদর্শ পরিবার গড়ে তোলার অধিকার দিয়েছেন। নবী করিম (ছা:) বলেন, সামি যেমন পরিবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবে স্ত্রীও তেমনি জিজ্ঞাসিত হবে (বুখারী মুসলিম মিশকাত) আর জন্য নবী করীম (ছা:) আদর্শ নারীকে বিবাহ করতে বলেছেন (বুখারী মুসলিম)সুতরাং ইসলামের দৃষ্টিতে একজন মহিলা কিভাবে আদর্শ নারী হিসেবে গড়ে উঠতে পারে সে জন্য আদর্শ নারী নামক বইটি।